ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুমকিতে সাইক্লোন শেল্টার দখল

পটুয়াখালীর দুমকিতে সাইক্লোন শেল্টার দখল করে বসবাস করার অভিযোগে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন মুরাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগ পেয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে যান দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাসের নেতৃত্বে প্রশাসনের একটি টিম। ঘটনার সত্যতা পেয়ে সাইক্লোন শেল্টারে বসবাসের কারণ জানতে চাইলে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার প্রশাসনের টিমের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে তাৎক্ষণিকভাবে ঐ সাবেক চেয়ারম্যানকে উপজেলা পরিষদে নিয়ে আসেন ইউএনও। এসময় অভিযুক্ত মিজান শিকদার ক্ষমা চাইলে ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুচলেকার মাধ্যমে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ছাড়া পেয়েছেন। একই সাথে আজকে দিনের মধ্যে সাইক্লোন শেল্টার থেকে তাঁর সকল মালামাল সরিয়ে নিতে বলা হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস/এম এন

সংবাদটি শেয়ার করুন