সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীর পৌরসভার মেখল রোডে অভিযান চালিয়ে সরকারি বস্তা থেকে ওএমএস-এর চাল দোকানের বস্তায় ভরার সময় ৩০ বস্তা চাল জব্দ করছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, আজ শনিবার (২০মে জুন) সকালে, ওএমএস-এর এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
এই ব্যাপারে তিনি বলেন, বাজারে উন্নত মানের ওএমএস এর চালের মূল্য ৪২ টাকা। এবং পরিবর্তন করে যেই মোটা চাল দেয়া হয় সেগুলোর বাজার মূল্য ৩৫ টাকা। জনগণের সাথে প্রতারণা করে এমন কাজ করার অপরাধে ডিলারের বিরুদ্ধে নিয়মমিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি।
তবে এঁর আগে গত শুক্রবার (১৯শে জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ৬৭ বস্তা সরকারি চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত চাল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
আনন্দবাজার/এইচ এস কে