ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় প্লাজমা থেরাপি নিয়েও প্রতারণা

করোনায় দেশে প্লাজমা থেরাপি নিয়ে শুরু হয়েছে প্রতারণা। অভিযোগ, অনেকেই প্লাজমা দেয়ার কথা বলে টাকা পেয়ে পালিয়ে যাচ্ছেন। অপরদিকে, প্লাজমা থেরাপির ব্যবহার বেড়ে গেলেও এখনো তৈরি হয়নি কোনো নীতিমালা।

এই ব্যাপারে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জানিয়েছে, প্লাজমা থেরাপি নিয়ে এখনো ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়নি । তাই এ থেরাপি প্রয়োগে অবলম্বন করতে হবে সর্বোচ্চ সতর্কতা। এবং স্বাস্থ্য অধিদপ্তর বলছে, প্লাজমা থেরাপি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন এখনও পাওয়া যায়নি। তাই এখনও কোনো নীতিমালাও তৈরি হয়নি ।

তবে এই পরিস্থিতিতে অনেকেই মানবিক সহযোগিতার হাত বাড়াচ্ছেন অন্যের দিকে, কেউবা গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী প্লাজমা ডোনেশন প্ল্যাটফর্মও। কিন্তু এই অবস্থাতেও রয়েছে প্রতারণা। প্লাজমা সহায়তা পেতে গিয়ে অনেকই হচ্ছেন প্রতারণার শিকারও। ভুক্তভোগী একজন জানান, আমার ভাইয়ের প্লাজমার প্রয়োজন হয়েছিল। একজন বলেন উনি দিতে ইচ্ছুক এবং তিনি বিকাশে দুই হাজার টাকা নিয়েছেন। কিন্তু পরবর্তীতে তিনি আর ফোন ধরেননি।

বিশ্বের অনেক দেশেই প্লাজমা থেরাপি দেওয়া হলেও এখনো কোনো নীতিমালা তৈরি করেনি স্বাস্থ্য অধিদপ্তর। এই ব্যাপারে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা জানান, যখন এটা স্টাবলিশ চিকিৎসা পদ্ধতি হবেপারেসব ধরনের গাইড লাইন দেয়া হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন