ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা উপসর্গে ৭ দিনে মৃত্যু ১০৭০

করোনার উপসর্গ নিয়ে গত ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত (৭ দিনে) মৃত্যু হয়েছে এক হাজার ৭০ জনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) থেকে এই তথ্য জানানো হয়।

ওই তথ্যে উল্লেখ করা হয়, করোনার উপসর্গ নিয়ে ৭ জুন থেকে ১৩ জুন পর্যন্ত (এক সপ্তাহ) এক হাজার ৭০ জন মারা গেছে। এতে  ৩১০ জনের মৃত্যু হয় চট্টগ্রাম বিভাগে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিভাগ, এখানে  মারা গেছে ২৭০ জন। ময়মনসিংহ বিভাগে ৩৩ জনের মৃত্যু হয়েছে। যা গত সপ্তাহের তুলনায় ১৭৯ জন বেশি।

গতকাল শুক্রবার (১৯ জুন) করোনার এই সময়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়মিত সাপ্তাহিক হাইলাইটসে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আনন্দবাজার/ এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন