ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় মেডিকেল শিক্ষকসহ নতুন আক্রান্ত ১৫

নওগাঁ জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬ জনে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করে জানান, করোনাভাইরাসে নতুন আক্রান্তের মধ্যে জেলা সদরে নওগাঁ মেডিকেল কলেজের এক শিক্ষক ও এক অফিস সহকারীসহ ৫ জন, রানীনগরে ৪, মহাদেবপুরে ২, সাপাহারে ২ এবং পোরশায় ২ জন।

সিভিল সার্জন কন্টোল রুম থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ১৭৪ জনকে। এছাড়া গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছে ১৩৯ জন। এ পর্যন্ত সর্বমোট কোয়ারেন্টাইনে নেওয়া হয় ৯ হাজার ৪ ৬৯ জনকে। পাশাপাশি সবমিলিয়ে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ২০৪ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ২৬৫ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় আরও ১ জন সুস্থ্য হয়েছেন এবং এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ১৬১ জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন।

আনন্দবাজার/শাহী/অনি

সংবাদটি শেয়ার করুন