ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ করোনা আক্রান্ত

প্রাণঘাতী করোনার ছোবল থেকে বাদ যাচ্ছেন না কেউ। সম্প্রতি ফরিদপুরের সংসদ সদস্য সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার মেয়ের জামাই সংসদ সদস্য হাবিবে মিল্লাত শুক্রবার জানান, বৃহস্পতিবার (১৮ জুন) তারা করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন।

তিনি জানান, “আমাদের পরিবারের সবারই নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল। শুধু আব্বার (মোশাররফ) পজিটিভ এসেছেন।”

এমনিতে তার তেমন কোনো ‘উপসর্গ নেই’ জানিয়ে মিল্লাত জানান, “আব্বা এখন বাসায় আইসোলেশনে আছেন।”

খন্দকার মোশাররফের সাথে যোগাযোগ করা হলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভায় ছিলেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এছাড়া, বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে আছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন