ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তামিমের ভাবনায় যারা হবেন পরবর্তী পঞ্চপাণ্ডব

ইংল্যান্ড বিশ্বকাপ থেকেই বিদায় নিতে চেয়েছিলেন মাশরাফি। পরে সিদ্ধান্ত বদলে খেলা চালিয়ে যাচ্ছেন দেশ সেরা এ ক্রিকেটার। কিন্তু নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তিনি। মাশরাফির সার্ভিস দল যে বেশিদিন পাবে না সেটা বোঝা কঠিন নয়। মাহমুদুল্লাহরও বয়স কিছুটা বেড়েছে। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডবের জুটি দ্রুতই ভাঙ্গার শঙ্কা দেখা দিয়েছে ।

ক্রিকেট ভক্তদের মাঝে তাই প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাবেন কারা। তামিম ইকবাল দিয়েছেন সেই প্রশ্নের জবাব। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিশ্বাস পঞ্চ পাণ্ডবের রিপ্লেস বাংলাদেশ এরই মধ্যে পেয়ে গেছে। তাদের এখন পাণ্ডব হয়ে ওঠার পালা।

তামিম জানান, ‘আমার বিশ্বাস পঞ্চপাণ্ডবের রিপ্লেস আছে। লিটন, সৌম্য, মুস্তাফিজ এখন অভিজ্ঞ। চার-পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছে তারা। তরুণ বলব নাজমুল হোসেন শান্তকে। লিটন ভালো খেলা শুরু করেছে। সৌম্যও ভালো করছে। বাংলাদেশ ক্রিকেট ওদের এত বছর ব্যাক করেছে। এখন ওদের পারফরম্যান্স করার সময়।’

তাছাড়া করোনা পরবর্তী বেশ কিছু দেশ ক্রিকেট শুরু করতে যাচ্ছে। পুনরায় শুরু হওয়া ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে। এ নিয়ে দেশসেরা ওপেনার জানান, ‘নতুন নিয়মের সাথে মানিয়ে নেওয়া অধিনায়কের চেয়ে ব্যক্তির ক্ষেত্রে বেশি চ্যালেঞ্জিং হবে। এত বছর একটা নিয়মে খেলেছি। অভ্যাস হয়ে গেছে। কিছু ভুল হতে পারে যা অনুশীলন করে ঠিক করতে হবে।’

এছাড়াও ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ অন্য দলগুলোকে ভরসা দেবে বলে মনে করেন তামিম। তার মতে, ম্যাচগুলো ভালোভাবে হলে, সবাই নিরাপদ এবং সুস্থ থেকে বাড়ি ফিরলে; সকল ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। তখন খেলোয়াড়রাও অন্যভাবে প্রতিক্রিয়া দেখাবে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন