করোনাভাইরাসের কারণে দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে শুটিং। এই পরিস্থিতিতে নামি তারকাদের জীবনযাত্রার খুব একটা সমস্যা না হলেও মানবেতর জীবনযাপন করতে হচ্ছে অনেক অসচ্ছল শিল্পীকে।
‘ইয়ে শালি আশিকি’র অভিনেতা কমল রেক্সওয়াল। চলচ্চিত্রে খুব একটা পরিচিত নন তিনি। অভিনয় করেননি ‘ইয়ে শালি আশিকি’ ছাড়া আর কোনো ছবিতে। তবে থিয়েটার জগতে বেশ বিখ্যাত তিনি। করোনায় সৃষ্ট সংকটময় এই পরিস্থিতিতে পেটের দায়ে ট্যাক্সি চালাচ্ছেন তিনি।
লকডাউন শুরুর আগে কাজ না থাকায় দিল্লি থেকে নিজের বাড়ি ফিরে যান তিনি। কিন্তু সেখানে গিয়েও মুশকিলে পড়তে হয় তাকে। অবশেষে পেটের দায়ে দিল্লির রাজপথে ট্যাক্সি ক্যাব চালানোর কাজ নিলেন তিনি।
পরিচিত মুখ না হওয়ায় কেউ চিনতে পারেনি তাকে। তবে সম্প্রতি এক সংবাদমাধ্যম কর্মী দেখে চিনতে পারেন তাকে।
কমল বলেন, লকডাউনে কাজ বন্ধ। তাই দৈনন্দিন খরচ চালাতে তিনি ক্যাব চালানোর কাজ বেছে নিয়েছেন। এতে অন্তত পেটে দু’বেলা দু’মুঠো ভাত পড়ে। অভিনেতা হিসেবে লজ্জা নিয়ে না খেয়ে মরার কোনো কৃতিত্ব নেই।
আনন্দবাজার/টি এস পি