শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাদাখ সংঘর্ষের পূর্বে স্যাটেলাইট চিত্রে ধরা পড়া চীনের গতিবিধি

ভারতীয় সেনাবাহিনীর সাথে ৪৫ বছরের পর রক্তক্ষয়ী সংঘর্ষের আগে থেকেই সীমান্তে নিজেদের উপস্থিতি জোরদার করেছে চীন। এসময় দেশটির সেনাবাহিনী পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় মাধ্যমে ভারি যন্ত্রপাতির হিমালয় পর্বতমালার ওই অঞ্চলে একটি পথ তৈরি করে এবং বাঁধ তৈরি করে নদীতেও। সম্প্রতি কৃত্রিম উপগ্রহ থেকে তোলা কিছু ছবিতে এসব গতিবিধির আলামত লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা।

দুই দেশের সেনাদের মদ্ধে সংঘর্ষের সূত্রপাত হয় চীনা বাহিনীর স্থাপিত তাঁবু এবং পর্যবেক্ষণ টাওয়ার স্থাপন নিয়ে। এই ব্যাপারে ভারত অভিযোগ করেছিল, চীন তাদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরে এসে তাদের অংশে এসব স্থাপন করেছে। তবে এই সংক্রান্ত দাবি নয়াদিল্লির শীর্ষ সরকারি সূত্র এবং লাদাখে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর সূত্র উভয়েই নিশ্চিত করে।

গত মঙ্গলবার দুই দেশের বাড়তি সেনা উপস্থিতিও লক্ষ্য করা গেছে ওই স্যাটেলাইট থেকে তোলা আরও বেশ কিছু চিত্রে। এক সপ্তাহ আগের তুলনায় যা সহজেই চোখে পড়ার মতো ঘটনা।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  সিরিয়ায় রাশিয়ান বিমান হামলা, নিহত অর্ধশত

সংবাদটি শেয়ার করুন