ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন হাসান আল-মামুন

টাঙ্গাইল জেলা পুলিশের মে মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৭ই জুন) টাঙ্গাইল জেলা পুলিশের কর্ণধার, সুযোগ্য পুলিশ সুপার, সঞ্জিত কুমার রায়, বিপিএম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখাার স্বার্থে, এ মাসের অপরাধ সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল জেলার সকল সার্কেল অফিসার, অফিসার ইনচার্জ, ওসি ডিবি, টিআই ও কোর্ট ইন্সপেক্টরগণ মে মাসের উক্ত মাসিক অপরাধ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

সভায় মে মাসের শ্রেষ্ঠ পারফরমেন্স, অপরাধ নিয়ন্ত্রণ, সাহসী পদক্ষেপ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, জনবাদ্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য টাঙ্গাইল জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হন জনাব মোঃ হাসান আল-মামুন,অফিসার ইনচার্জ, কালিহাতি থানা, টাঙ্গাইল।

উল্লেখ্য, উক্ত ভিডিও কনফারেন্সে টাঙ্গাইল জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যুক্ত ছিলেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন