সম্প্রতি করোনায় দীর্ঘ বিরতির পর ঘরের মাঠে শুরুহয়েছে ইপিলিগ। কোপা ইতালিয়ার ফাইনালে য়্যুভেন্তাসকে পেনাল্টি শ্যুটআউটে হারিয়ে শিরোপা জিতে উৎসব মেতেছে নাপোলির। এ নিয়ে ইতালিয়ান ডোমেস্টিক কাপে দ্যা ব্লুজ ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হলো ।
বিরতির পর মাঠের ফুটবলে মলিন য়্যুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯০ মিনিটের ম্যাচে স্টাডিও অলিম্পিকোতে নাপোলির একাধিক শট আটকে রেখে শিরোপার আশা বাঁচিয়ে রাখেন জিয়ানলুইজি বুফন। বল পজিশনে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে কাঁপাতে পারেনি তুরিনোর ওল্ড লেডিরা।
আর তাই খেলা গড়ায় টাইব্রেকে। পাওলো দিবালা এবং দানিলোর শট মিস হওয়ায় ৪-২ গোলে শিরোপা জিতে নেয় নাপোলিরা। তবে এবার ম্যানেজার হিসেবে বড় কোন শিরোপা জয়ের খাতায় নাম উঠালেন নাপোলি বস।
আনন্দবাজার/এইচ এস কে