শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় প্রাণ গেল আরও এক চিকিৎসকের

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ও এনাম মেডিক্যাল কলেজের অ্যানডোক্রাইনোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. রফিকুল হায়দার লিটন।

সম্প্রতি চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত তিনদিন আগে তিনি করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছেলেন। কিন্তু বুধবার (১৭ জুন) রাতে অবস্থা খারাপের দিকে যাওয়ায় বাসা থেকে এনাম হাসপাতালে নেওয়ার সময় পথে অ্যাম্বুলেন্সেই মারা যান ডা. রফিকুল হায়দার লিটন।

উল্লেখ্য, এফডিএসআর জানিয়েছে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩৮ চিকিৎসক মারা গেছেন। আর করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  কৃষিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে উৎপাদন

সংবাদটি শেয়ার করুন