ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্কের হ্রদে ভেসে উঠেছে ১৬০০ বছরের পুরনো গির্জা

তুরস্কের উত্তর পশ্চিমে ইজনিক হ্রদের নিচে প্রাচীন একটি গির্জার সন্ধান পাওয়া গেছে। পানিদূষণের ফলে গির্জাটি খালি চোখে দেখা যেত না। লকডাউনের কারণে কমে এসেছে দূষণের হার। এরই ফলে লকডাউনেই তুরস্কে দৃশ্যমান হয়েছে প্রাচীন এই গির্জাটি।

শোনা যায়, প্রায় ১৬০০ বছরেরও বেশি সময় যাবৎ এই গির্জাটি লুকানো ছিল পানির তলায়। ২০১৪ সালে এই গির্জাটি আবিষ্কৃত হয়।

ইতিহাসবিদদের মতে, এই স্মৃতিসৌধটি ৩৯০ খ্রিস্টাব্দে সেন্ট নিওফিটোসের সম্মানে বানানো হয়েছিল। রোমান সৈন্যদের হাতে নিহত হলে নিওফিটোসকে এই গির্জাতেই সমাধিস্থ করা হয়। ৭৪০ খ্রিস্টাব্দের এক ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় এই গির্জা ও হ্রদেই নিমজ্জিত হয়ে যায়। হ্রদের মধ্যেই ছড়িয়ে ছিল এর ধ্বংসাবশেষ। মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে দূষণের মাত্রা অনেক কমে যাওয়ায় দৃশ্যমান হয়েছে শ্যাওলা ঢাকা এই গির্জা। হ্রদের পানির মাত্র ১.৫ মিটার নিচে অবস্থিত এই গির্জা এখন দৃশ্যমান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন