ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সরঞ্জাম আনছে বাংলাদেশ

নভেল করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনছে বাংলাদেশ। ইতোমধ্যে চিকিৎসা সামগ্রী আনতে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান দক্ষিণ কোরিয়ার পথে রওনা হয়েছে।

আজ বুধবার বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু বঙ্গবন্ধু বিমান বাহিনী ঘাঁটি থেকে ঢাকা ছেড়েছেন। আগামীকাল বিমানটি দেশে ফিরবে।
এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর সৈয়দ সাইদুর রহমান এ মিশনের দলনেতা। মিশনটি সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জানা যায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকারের প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। যার ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখার উদ্যোগে ও দক্ষিণ কোরিয়া সরকারের সহযোগিতায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান হতে করোনা শনাক্তের কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন