ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

 গুনে গুনে ১০০ দিন পর মাঠে ফিরছে ইপিএল

করোনায় আজ অবরুদ্ধ সারা বিশ্ব। করোনার সংক্রমণ প্রতিরোধ করতে সব দেশই প্রায় লকডাউন করা হয়েছিল। বন্ধ ছিল সকল পর্যায়ের কার্যক্রম। এমনকি সব ধরনের খেলাও নিষিদ্ধ ছিল। সম্প্রতি করোনা সংক্রমনের কারণে একশ দিন পর মাঠে ফিরছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লিগ ইপিএল।

জানা গেছে, একই দিনে সম্পন্ন হবে দুই ম্যাচ। প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলবে শেফিল্ড ইউনাইটেড। বিগ ম্যাচে চ্যাম্পিয়ন ম্যানসিটির মোকাবেলায় নামবে আর্সেনাল। ম্যাচ শুরু হবে আজ রাত একটা পনের মিনিটে।

 গুনে গুনে ১০০ দিন পড়ে মাঠে ফিরল ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যানসিটি-আর্সেনাল বিগ ম্যাচে নজর থাকবে ফুটবলে প্রেমীদের।

টেবিল টপার লিভারপুলের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে আছে ম্যানসিটি। লিগ শিরোপা হাতবদল হওয়া নিশ্চিত। তারপরও হোমম্যাচে আর্সেনালের বিপক্ষে এগিয়ে থাকার লড়াই তাদের। ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে ক্লোজ ডোর গেম খেলবে এই দু’দল। পরেরবারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখতে পয়েন্ট হাতছাড়া না করার লক্ষ্য নিয়েই মাঠে নামবে দ্যা গানার্স।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন