শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার চিকিৎসায় ট্রেনের ৫০০ কোচকে হাসপাতাল বানাচ্ছে দিল্লি

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ সামলাতে হাসপাতালে শয্যা সংকট দেখা দেয়ায় বিকল্প হিসেবে ট্রেনের ৫০০ কোচ-কে হাসপাতালে রূপান্তর করছে নয়াদিল্লি। এসব কোচে যাত্রী পরিবহণের বদলে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নয়াদিল্লি কর্তৃপক্ষকে ৫০০ রেলওয়ে কোচ সরবরাহ করা হবে। এসব কোচে শিগগিরই করোনা চিকিৎসার সরঞ্জাম স্থাপন করা হবে।

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক বৈঠকের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে এক বার্তায় লিখেছেন, ৫০০ কোচের মাধ্যমে দিল্লিতে এরইমধ্যে ৮ হাজার শয্যা বৃদ্ধি পাবে।

অমিত শাহ জানান, রাজ্য সরকারও করোনা পরীক্ষা বৃদ্ধি করবে; বিশেষ করে সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য জরিপ পরিচালনা করা হবে। এছাড়া শহর কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটর সরবরাহ করা হবে।

এদিকে, প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের শীর্ষ করোনা আক্রান্ত দেশের তালিকায় এখন চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রোববারও রেকর্ড সর্বোচ্চ প্রায় ১২ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ৯ হাজার ২০৬ জন।

উল্লেখ্য, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত মার্চে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লকডাউন জারি করেন। কয়েক দফায় এই লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হলেও কিছুদিন আগে তা কয়েকধাপে শিথিল করার উদ্যোগ নেয়া হয়।

ইতিমধ্যে, ২২ হাজার করোনা রোগী নিয়ে দেশটিতে তৃতীয় সর্বোচ্চ সংক্রমিত রাজ্য নয়াদিল্লি। সংক্রমণে রাজধানী এই শহরের আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু প্রদেশ। জুলাইয়ের শেষ নাগাদ দিল্লিতে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ৫ লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

আরও পড়ুনঃ  করোনায় কমেছে চা বিক্রি, মূল্য কমেছে ৪৭ শতাংশ

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন