ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার এক-তৃতীয়াংশ মৃত্যু ঢাকায়

রাজধানীসহ সারা দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। গতকাল ১০ জুন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে সর্বমোট ৭৪ হাজার ৮৬৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এক হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩০৭ জনের মৃত্যু হয়েছে শুধু রাজধানী ঢাকাতেই।

বিভাগীয় হিসেবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। তবে করোনায় ঢাকা-চট্টগ্রাম বিভাগ ব্যতীত অন্য ৬ বিভাগের চেয়ে দ্বিগুণেরও বেশি করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে শুধু ঢাকাতেই। অন্য ৬ বিভাগে মৃত্যুবরণ করেছেন ১৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত ও মৃতের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা, তথ্য ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ। এদিকে, মৃতের এ দীর্ঘ তালিকায় তা‌লিকায় চিকিৎসক নার্স, ব্যবসায়ী ,শিল্পপতি, ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন।

অর্থাৎ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাইরে রাজধানী ঢাকাতেই করোনা আক্রান্ত রোগীর মৃত্যু সংখ্যা দেশের অন্যান্য ৬টি বিভাগের মৃতের চাইতে দ্বিগুণেরও বেশি।

আনন্দবাজার/শাহী‌

সংবাদটি শেয়ার করুন