ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা পরবর্তী সময়ে, বলে থুতু লাগালে ‘৫ রান’ জরিমানা

মহামারি করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালুর ক্ষেত্রে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি নজর দেওয়া হবে। সম্প্রতি ক্রিকেটকে সুরক্ষিত করতে ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি’র ক্রিকেট কমিটির নানা পদক্ষেপে সায় দিল আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটি। অন্তর্বর্তীকালীন সময় হিসেবে ক্রিকেটে এই নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে।

১। কোভিড-১৯ পরিবর্ত-

টেস্ট ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটারের কোভিড-১৯ উপসর্গ ধরা পড়লে সাথে সাথে পরীক্ষা করে তাকে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দিতে হবে। সংশ্লিষ্ট ক্রিকেটার সমকক্ষ কোনও ক্রিকেটারকে পরিবর্ত হিসেবে মাঠে নামাতে পারবে ওই দল। টেস্টে এই পরিবর্ত ব্যবহার করতে পারলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেটে এই নিয়ম প্রযোজ্য হবে না।

২। বলের পালিশ ধরে রাখতে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা-

গুরুত্ব দিয়ে বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অসুবিধে হবে তাই বলে কেউ থুতু বা লালা ব্যবহার করলে আম্পায়াররা যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে সতর্ক করা হবে সংশ্লিষ্ট দলকে। ইনিংস প্রতি দু’বার সতর্ক করার পরেও একই জিনিস পুনরায় করলে ব্যাটিং দল পাঁচ রান পেনাল্টি পাবে।

৩। নিরপেক্ষ আম্পায়ার নয়-

বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে নিরপেক্ষ ম্যাচ অফিসিয়াল ভাবে কিছুদিনের জন্য আপাতত বন্ধ রাখতে চলেছে। পরিবর্তে সংশ্লিষ্ট দেশের আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারদের সাথে অন্যান্য ম্যাচ অফিসিয়ালসরা থাকবেন।

৪। অতিরিক্ত ডিআরএস ব্যবহার-

যেহেতু অফিসিয়ালস দিয়ে স্থানীয় ম্যাচ পরিচালনা করা হবে তাই ডিশিয়ন রিভিউ সিস্টেমের পরিমান বাড়ানো হচ্ছে। তাই আগে যেখানে টেস্টে ইনিংস প্রতি দুটো করে ডিআরএস ব্যবহার করতে পারত এখন তা ইনিংস প্রতি বেড়ে দাঁড়াচ্ছে তিন। তবে সাদা বলের ক্রিকেটে ডিআরএস দু’টো করেই বলবৎ থাকবে।

৫। অতিরিক্ত লোগোর ব্যবহার-

এছাড়া, আগামী এক বছরের জন্য আইসিসি’র চিফ এক্সিকিউটিভ কমিটি লোগো ব্যবহারের ক্ষেত্রে বিশেষ ছাড় দিচ্ছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন