ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে সম্মুখ যোদ্ধাদের সশ্রদ্ধ সালাম

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে দেশ ও জাতির জন্য যেসব সম্মুখ যোদ্ধা নিরলস প্রচেষ্টায় নিজেদের উৎসর্গ করে চলেছেন, সেসব অকুতোভয় বীর সৈনীকদের প্রতি সন্মান ও শ্রদ্ধা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ববোধ থেকে বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা ইউনিট ঠাকুরগাঁও জেলায় কর্মরত পুলিশ প্রশাসন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রশাসন, সেনাবাহিনী, সাংবাদিকসহ সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানার্থে ১ মিনিট করতালির মাধ্যমে সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করার এক কর্মসূচি পালন করেছে।

‘নৈতিকতার চর্চায় হোক মানবতার জয়’ এই স্লোগান নিয়ে মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র চৌরাস্তায় করোনা প্রতিরোধে নিয়জিত সকল সম্মুখ যোদ্ধাদের সম্মানার্থে ১ মিনিট করতালি প্রদানের মাধ্যমে উক্ত কর্মসূচি পালন করে। এসময় উপস্থিত সকলের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

উক্ত কর্মসূচিতে সামাজিক দুরত্ব ও ব্যাক্তিগত সুরক্ষা মেনে বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও ইউনিটের সদস্যরা ছাড়াও ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন