ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা : শনাক্তে শীর্ষে বরিশাল নগর

বরিশাল বিভাগে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বর্তমানে বরিশাল নগর শনাক্তে শীর্ষে রয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার সবশেষ সবচেয়ে বেশি শনাক্ত হয়েছিল। সেদিন বিভাগের মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ৬৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭৪ জনে, আর বিভাগে এ সংখ্যা ১ হাজার ৬৪ জন। বরিশাল ছাড়া বিভাগের অন্য জেলায় শনাক্ত ৪শ।

শুধু বরিশাল সিটি করপোরেশনসহ সদর উপজেলায় শনাক্ত ৫৭৮ জন। যেখানে বাকি ৯ উপজেলায় মোট শনাক্ত হয়েছেন ১১৬ জন। আর এ হিসাব অনুযায়ী বরিশালের ১০ উপজেলায় মোট শনাক্ত থেকে প্রায় ৫ গুণ বেশি শনাক্ত বরিশাল নগরে।

বরিশাল বিভাগে সুস্থ ও মৃত্যুর পরিসংখ্যানেও সব বিভাগ থেকে এগিয়ে আছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন