ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি আরও খারাপ হচ্ছে : ডব্লিউএইচও

বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ড. টেড্রস অ্যানহানম গেব্রেইয়েসুস। তবে ইউরোপে এই মহামারির অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানান তিনি।

গতকাল সোমবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, গত ৯ দিনে বিশ্বজুড়ে ১ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে গতকাল যেসব রোগী শনাক্ত হয়েছেন তার ৭৫ শতাংশই পাওয়া গেছে মাত্র ১০টি দেশ থেকে। এই দশ দেশের বেশিরভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার।

তিনি আরও বলেন, যেসব দেশে করোনা মহামারি অবস্থা কিছুটা উন্নতির দিকে তাদের আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। এসব দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে আত্মতৃপ্তিতে ভোগা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন