ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভবন নির্মাণে চীনের নতুন নির্দেশিকা

চীনে আর একই ডিজাইনের একাধিক ভবন নির্মাণ করতে দেওয়া হবে না। সেই সাথে অট্টালিকার ক্ষেত্রে ৫০০ মিটারের (১ হাজার ৬৪০ ফুট) বেশি উঁচু হলে অনুমোদন দেয়া হবে না। চীন স্থাপত্য, আবাসন এবং নগর পরিকল্পনাবিদদের জন্য নতুন সরকারি নির্দেশিকায় এসব শর্ত উল্লেখ করেছে।

চীন এই নির্দেশিকাকে নগরের জন্য ‘নতুন যুগ’ বলে অভিহিত করছে। চলতি বছরের শুরুর দিকেই চীনের আবাসন মন্ত্রণালয় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল।

নির্দেশিকায় নকশায় স্বাতন্ত্র ও অনধিক ৫০০ মিটার উঁচু করার শর্তের পাশাপাশি ভবনের চারপাশের পরিবেশকে ধারণ এবং চীনা বৈশিষ্ট্যকে সমুজ্জ্বল রাখার ব্যাপারে জোর দেয়া হয়েছে।

উচ্চতার ব্যাপারে নতুন নির্দেশনা এরই মধ্যে রাজধানী বেইজিংসহ বড় শহরগুলো বাস্তবায়ন শুরু হয়ে গেছে। অবশ্য ২০১৬ সালেই সরকারি একটি নির্দেশে অস্বাভাবিক বড় আকারের, বিজাতীয় সংস্কৃতির ধারক এবং অদ্ভূত দর্শন ভবন নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছিল। সেটিই এখন আনুষ্ঠানিকভাবে বিধিনিষেধের মধ্যে আনা হলো।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন