ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনে কক্সবাজার

কক্সবাজারে প্রতিদিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। ফলে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে জরুরি নির্দেশনা জারি করেছে প্রশাসন। ৬ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত লকডাউনের আওতায় থাকবে কক্সবাজার পৌর এলাকা।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, সাধারণ জনগণকে প্রথমে অনুরোধ করবো কিন্তু পরে না মানলে রেড জোনে সর্বোচ্চ হার্ডলাইনে যাব।

জানা যায়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয় শিবিরে করোনা আক্রান্ত হয়েছে ২৯ জন। এবং মৃত্যু হয়েছে একজনের। ফলে ক্যাম্পে সংক্রমণ ঠেকাতে নানা ব্যবস্থা নিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা জানান, ক্যাম্পে খাদ্য, স্বাস্থ্য, গ্যাস ইত্যাদি ছাড়া বাকি সব ব্যবস্থা বন্ধ রয়েছে।

জানা যায়, শুধুমাত্র কক্সবাজার পৌর এলাকাই নয়, কক্সবাজারের ৮টি উপজেলাকে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিতে ৩টি জোনে ভাগ করে লকডাউনের আওতায় আনা হচ্ছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন