শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি

অনুশীলন করতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ড ফুটবলার লিওনেল মেসি। এর ফলে তৈরি হয়েছে ১৩ জুন মায়োর্কার বিপক্ষে মাঠে নামতে না পারার আশঙ্কা। খবর স্প্যানিশ গণমাধ্যমের।

বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমে মেসির ইনজুরির খবর প্রকাশিত হলেও বার্সেলোনার পক্ষ থেকে তা উড়িয়ে দেয়া হয়েছে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, কোন শঙ্কা নেই তার মাঠে নামা নিয়ে।

এলএমটেনের চোট নিয়ে গণমাধ্যমে ওঠা গুঞ্জন একেবারেই ভিত্তিহীন নয়। গেল মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পান মেসি। এরপর এমআরআই রিপোর্টে সেখানে চোট ধরা পড়ে। এমন চোটের ক্ষেত্রে ফিট হয়ে উঠতে সাধারণত সময় লাগে অন্তত দশ দিন। সেই হিসেবে তার মায়োর্কার বিপক্ষে মাঠে নামা নিয়ে সংশয় তৈরি হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  কলিংউড হচ্ছেন ইংল্যান্ডের কোচ

সংবাদটি শেয়ার করুন