ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তাড়াতাড়ি বিয়ে করলে যেসব রোগ থেকে বাঁচবেন পুরুষরা!

ব্যাচেলর আছেন! কিন্তু বিয়ে করছেন না! বিয়ে মানেই ঝামেলা মনে করছেন! একা থাকলে খরচ বেঁচে যাবে ঢের এই চিন্তায় যারা এখনো ব্যাচেলর রয়ে গেছেন, তারা জানলে অবাক হবেন, বিয়ের মাধ্যমে বুড়ো বয়সের মারাত্মক সব রোগ থেকে রেহাই মিলবে আপনাদের।

এদিকে, এক গবেষণার ফলাফলে দেখা গেছে বিবাহিত পুরুষদের বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া বা আলঝেইমার্স-এর মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা একা থাকা পুরুষদের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম!

প্রায় আট লাখ বিবাহিত ও অবিবাহিত পুরুষের উপর গবেষণা চালিয়ে এই তথ্য বের করেছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রিচার্স ফেলো এবং মনরোগবিদ অ্যান্ড্রু সমারল্যান্ড।

তার ভাষ্যমতে, ‘আমাদের গবেষণায় এটা খুব ভালোভাবেই প্রমাণিত হয়েছে যে সুস্থ থাকার জন্য বিয়ে জরুরি বিষয়। অবিবাহিত পুরুষেরা বৃদ্ধ বয়সে বিবাহিতদের চেয়ে বেশি রোগে ভোগেন।’

এছাড়া, এই গবেষণায় বিয়ের কাবিন ছাড়াও যারা দীর্ঘদিন একই ছাদের নিচে বাস করছেন, তাদেরকেও ‘দম্পতি’ হিসেবে ধরা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন