এসএসসি ও দাখিল পরীক্ষায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল খুবই খারাপ হয়েছে। এই ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবকটির ফলাফল বোর্ডের পাসের হারের নিচে রয়েছে। এ অবস্থায় ফলাফলের বিপর্যয়ের কারণ ব্যাখ্যা চেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলো পাঠানো হয়েছে শোকজ।
গত মঙ্গলবার ইউএনও মো.মুনতাসির হাসান স্বাক্ষরিত শোকজের চিঠি গতকাল বুধবার সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে। চিঠি প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
এ ছাড়া উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শতভাগ শিক্ষর্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ফলাফলের দিক দিয়ে উপজেলায় সেরা স্থান অর্জন করায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যদের অভিনন্দনজ্ঞাপন করে গতকাল প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠিয়েছেন ইউএনও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এসএসসি পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে পাসের হার ৭৮দশমিক ৭৯ভাগ আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষার ফলাফলে পাসের হার শতকরা ৮২ ভাগ।
ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে এখানকার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বোর্ডের পাসের হারের নিচে রয়েছে। এ্ই ফলাফলের বিপর্যয়ের কারণ ব্যাখ্যা চেয়ে এ উপজেলার মাধ্যমিক পর্যায়ের ওই ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। উপজেলার মধ্যে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়টির শতভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাস করায় ওই প্রতিষ্ঠানের প্রধানের কাছে সকল শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যদের অভিনন্দন জ্ঞাপন করে একটি চিঠি পাঠিয়েছি।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম এইচ