ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ইউডা’র প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এর প্রধান হিসাব কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। মঙ্গলবার (২ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে স্থানান্তর করার সময় তিনি মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউডা’র রেজিস্ট্রার প্রফেসর ড. ইফফাত কায়েস চৌধুরী।

ইফফাত কায়েস চৌধুরী জানান, মনিরুজ্জামান ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সন্ধ্যার পর শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে বলেন চিকিৎসকরা। কিন্তু ঢাকা মেডিক্যালে আইসিইউ খালি না থাকায় তাকে ঢাকা মেডিক্যাল থেকে আজগর আলী হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয়। গাড়িতে তোলার সময়ই তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিকস রোগে আাক্রন্ত ছিল।তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন