ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ডব্লিউএইচওকে পর্যাপ্ত তথ্য দেয়নি চীন, রেকর্ডিং ফাঁস

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাত্রা গোপন করেছে চীন। শুরুতে চীনের কাছ থেকে করোনা সম্পর্কিত তথ্য পেতে বেশ বেগ পেতে হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও)। দ্য গার্ডিয়ান জানায়, ডব্লিউএইচও’র অভ্যন্তরীণ কয়েকটি বৈঠকের রেকর্ডিং থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়া বৈঠকগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা করোনার বিস্তৃতি এবং বাকি বিশ্বের জন্য এর ঝুঁকি কতটুকু তা নিরূপণে বেইজিংয়ের কাছ থেকে পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থার হাতে এ সংক্রান্ত কথোপকথনের একটি রেকর্ডিং এসেছে। এতে সংক্রমণের বিস্তার কমাতে চীনের ভূমিকা নিয়ে ডব্লিউএইচও’র কর্মকর্তাদের প্রকাশ্যে করা প্রশংসার সঙ্গে ব্যাপক বৈপরীত্য পাওয়া যায়।

ওই বৈঠকের একটিতে ডব্লিউএইচওর কোভিড-১৯ বিষয়ক কৌশলের নেতৃত্বে থাকা মার্কিন এপিডেমিওলজিস্ট মারিয়া ভ্যান কেরখোভক বলেন, আমরা খুবই স্বল্প পরিমাণ তথ্য পাচ্ছি। সঠিক পরিকল্পনার জন্য এটা যথেষ্ট নয়।

অন্য আরেকটি বৈঠকে চীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ কর্মকর্তা গডেন গ্যালি বলেন, আমরা এমন একটি পর্যায়ে আছি, যেখানে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিতে কোনো তথ্য যাওয়ার কেবল ১৫ মিনিট আগে আমাদের সেটি জানানো হয়।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন