গাজীপুরের বিসিক শিল্প নগরী কোনাবাড়ির নতুন বাজার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৮টি দোকান।
আজ বুধবার (৩ জুন ২০২০ইং) গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজারে সকাল ১০টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ডিবিএল গ্রুপের একটি ইউনিট ওই ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ১৮টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে নতুনবাজারের স্থানীয় দোকান মালিকরা জানান, মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন থাকায় মার্কেট বন্ধ ছিলো। আর আমাদের দোকানীদের বেচা-বিক্রিও ভালো যাচ্ছিল না,তাই অনেক দোকানদার তাদের দোকান দেরীতে খোলে।
বুধবার (৩ জুন,২০২০ইং) সকালে নতুন বাজারের কয়েকটি দোকান খুললেও অন্যসব দোকান গুলো বন্ধ ছিলো। সকাল ১০টার দিকে হঠাৎই একটি এমব্রয়ডারী দোকানে আগুন ধরে যায়, দেখতে দেখতে আগুন পুরো মার্কেটে অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে।
দোকান মালিকরা জানান, আগুন লাগার পর অতিদ্রুত আগুন সারা মার্কেটে ছড়িয়ে পড়ে। এতে আমরা আর কিছুই করতে পারিনি। আমাদের চোখের সামনে দোকানের সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে, বাজার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম জানান, আনুমানিক প্রায় ৫৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ, সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়–ই এবং ওয়্যার হাউসের ইন্সপেক্টও মিরাজ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে কোনাবাড়ির নতুন বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট মিলে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষনিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আনন্দবাজার/শাহী




