ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে মসজিদের ভিতরে ভয়াবহ বিস্ফোরণ, ইমামসহ ২ জন নিহত

সম্প্রতি আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। এই হামলায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার( ২ জুন) স্থানীয় সময় সন্ধায় সুরক্ষিত গ্রিন জোনে মসজিদের ভেতরে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুজন নিহত ও অপর দুজন আহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এর তথ্যমতে জানা যায়, এই মসজিদটি কড়া নিরাপত্তার কূটনৈতিক এলাকায় অবস্থিত।

এদিকে, আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানান, মঙ্গলবার (২ জুন) স্থানীয় সময় ৭ টা ২৫ মিনিটে ওয়াজির আকবার খান মসজিদে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। মাগরিবের নামাজের সময় মুসল্লিরা জড়ো হলে এই বিস্ফোরণ ঘটে। মুখপাত্র জানান, বিস্ফোরণে মসজিদের ইমাম মোল্লাহ মোহাম্মদ আয়াজ নিয়াজি নিহত হয়েছে। বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, কাবুলে একটি সড়কের পাশে রাখা বোমা বিস্ফোরণে সাত বেসামরিক নাগরিক নিহতের ঠিক কয়েকদিন পরই এই মসজিদে বোমা হামলা হলো। পূর্বের হামলার জন্য কর্তৃপক্ষ তালেবানকে দায়ী করে আসছে। তবে এই হামলার দায় কোনও সংগঠন বা গোষ্ঠী এখন পর্যন্ত স্বীকার করেনি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন