ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সম্প্রতি আওয়ামীলীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মাদ নাসিম করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

সেখানকার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মহিউদ্দন আহমেদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নাসিমের ছেলে তানভীর শাকিল জয়।

এদিকে, সোমবার (১ জুন) রাত নয়টার দিকে তার করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয় এবং সেখানে তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

এছাড়া, মোহাম্মদ নাসিমের ইউরিনের সমস্যা থাকলেও কোনো ধরণের শ্বাসকষ্ট নেই বলে জানা গেছে। আপাতত তিনি এখন সুস্থ আছেন। তবে সমস্যা বেশি হলে তাকে সিএমএইচে নেয়া হতে পারে।

পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে জয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন