শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশি হত্যার বিচার হবে : লিবিয়া

লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশির ঘৃণ্য হত্যাকাণ্ডের বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছে লিবিয়ার সরকার। সোমবার (১ জুন) লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় এ নিন্দা জ্ঞাপন করা হয়।

এ হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত উল্লেখ করে হত্যাকারীদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করা হয়েছে শোক বার্তায়। নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা। এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের বিষয়ে লিবিয়ার সরকার গৃহীত পদক্ষেপসমূহ নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারকে জানানো হবে বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।

গত বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে লিবিয়ার মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জনকে গুলি করে হত্যা করে অপহরণকারীরা। এতে ৪ জন আফ্রিকানও মারা যায়। গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থা হাসপাতালে ভর্তি হন ১১ জন বাংলাদেশি।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  রাজধানীতে যানজটে বছরে আর্থিক ক্ষতি ১ লাখ কোটি টাকা

সংবাদটি শেয়ার করুন