ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস

সারা বিশ্ব যখন করোনাভাইরাসের তান্ডবে বিপর্যস্ত তখন কিছুটা আশার বানী শোনালেন ইতালির এক চিকিৎসা বিজ্ঞানী। তার দাবি, ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে করোনাভাইরাস।

ইতালির মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো বলেন, ক্রমাগত শারীরিক ক্ষতি করার শক্তি হারাচ্ছে করোনাভাইরাস। মুলত ইতালিতে ক্লিনিক্যালি ভাইরাসটি আর নেই। এক/ দুই মাস আগেও যে অবস্থা ছিল গত ১০ দিনে তা পরিমাণগত বিবেচনায় ক্ষুদ্র পর্যায়ে নেমে এসেছে।

প্রক্রিয়াধীন বৈজ্ঞানিক প্রমাণের কথা উল্লেখ করে জাংরিলো আরও জানান, ভাইরাসটি ইতালি থেকে বিদায় নিয়েছে। যারা ইতালিয়ানদের দোটানায় ফেলছেন তাদের আমি এটি না করার আহ্বান জানাতে চাই।

ইতালিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৯৭ জন করোনায়। এছাড়া, দেশটিতে মৃত্যুের সংখ্যা ৩৩ হাজার ৪১৫ জন।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন