সম্প্রতি দীর্ঘ সময় বিরতির পর অনুশীলনে ফিরেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আজ সোমবার সিডনি অলিম্পিক পার্কে অনুশীলনে দেখা গেছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং মিচেল স্টার্ককে। জানা গেছে, আর্ন্তজাতিক ক্রিকেটে ফেরার আগে ক্রিকেট অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটে ফেরার পরিকল্পনা করছে।
দর্শকবিহীন গ্যালারিতে সিডনি অলিম্পিক পার্কে অস্ট্রেলিয়া জাতীয় দলের এই ক্রিকেটাররা অনুশীলনে অংশ নিয়েছেন। চলমান সময়ে ক্রিকেট অনুশীলনের জন্য আইসিসি যে নিয়ম-নীতি দিয়েছে সেগুলো মেনেই এই ক্রিকেটাররা অংশ নেন।
করোনা পরিস্থিতির এই দুঃসময় অনেক ভালভাবেই কাটিয়ে উঠছে অস্ট্রেলিয়া। এই ভাইরাসে অস্ট্রেলিয়ার প্রায় ৭ হাজার নাগরিক আক্রান্ত হন।
দু’মাসের লকডাউনে ব্যাট হাতে বাড়ির আঙ্গিনায় প্রাকটিস না করলেও ফিটনেসে কোন ঘাটতি রাখেননি সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। শারীরিক এবং মানসিক ফিটনেসের ওপরই এই সময় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই ব্যাটসম্যান।
তিনি সাংবাদিকদের জানান, লকডাউনের সময়টাতে আমি ব্যাট হাতে নিয়েই দেখিনি। প্রতিদিন নিয়ম মেনে ফিটনেস চর্চা করে গেছি। এই সময়টা আমি ব্যয় করেছি নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখার সেশনে। ফলটা এখন বেশ উপভোগ করছি। আজ এই অনুশীলনে নিজেকে দারুণ ঝরঝরে মনে হচ্ছে।
আনন্দবাজার/এইচ এ কে