রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকতায় করা হবে রোবটের ব্যবহার

সংবাদ বাছাইয়ের জন্য সাংবাদিক ছাঁটাই করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের মাধ্যমে কাজ করাতে যাচ্ছে মাইক্রোসফট। গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটের জন্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের খবর বাছাইয়ের কাজ করতেন একদল সাংবাদিক। তাদের কাজ ছিল সংবাদের শিরোনাম এবং ছবি বাছাই করা। এখন থেকে এসব কাজ করবে রোবট।

নিজেদের ব্যবসার উন্নয়নমূলক পরিবর্তনের উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
তারা বলছে, অন্যান্য সব কোম্পানিগুলোর মতো আমরাও নিয়মিত আমাদের ব্যবসা উন্নত করার চেষ্টা করি। তবে এটা করতে গিয়ে কখনও কখনও অনেক বেশি অর্থ খরচ করতে হয়। করোনা ভাইরাস মহামারির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এতে জুনের শেষে অন্তত ৫০ জন সাংবাদিক তাদের চাকরি হারাতে যাচ্ছেন। তবে ফুল-টাইম কাজ করে এমন এক দল সাংবাদিককে রাখবে মাইক্রোসফট।

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  অপরাধ নিয়ন্ত্রণ করতেই ফ্রি ইন্টারনেট বন্ধ

সংবাদটি শেয়ার করুন