ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ হাজারের অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬-১৭ হাজারে

করোনা সংকটে খুচরা পযার্য়ে মেডিকেল অক্সিজেনের বেড়েছে ব্যাপক চাহিদা। ১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার এখম বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ হাজার টাকা পর্যন্ত।শ্বাসতন্ত্রের রোগ করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের অবস্থা গুরুতর হলে কৃত্রিমভাবে অক্সিজেন প্রয়োজন হয়। তাই যারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের অনেককেই ছুটতে হচ্ছে অক্সিজেনের দোকানে। অনেকে আবার আক্রান্ত হওয়ার ভয়ে সিলিন্ডার মজুদ করছেন বাড়িতেই।

গত ২ মাসে মেডিক্যাল অক্সিজেনের দোকানগুলোতে বিক্রি বেড়েছে আগের তুলনায় কয়েকশ’ গুণ। বিক্রেতারাও সুযোগ বুঝে বাড়িয়েছে মূল্য।

অক্সিজেন সিলিন্ডার উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়া, সিলিন্ডার আমদানি করতে না পারা এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি সব মিলিয়েই দাম বেড়েছে অক্সিজেনের।

দুইমাস আগেও যেখানে ১.৩৬ ঘনমিটারের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হতো ১২ হাজার টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ১৬ হাজার ৫০০ টাকা দরে। আর দেড় হাজার টাকার ফ্লোমিটার বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে ৪ হাজার টাকায়।

মেডিক্যাল অক্সিজেনের দাম বৃদ্ধির পেছনে কিছু অসাধু ব্যবসায়ীদের হাত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন