ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষতিগ্রস্ত এয়ারলাইনের পূর্বের অবস্থায় ফিরতে লেগে যাবে দীর্ঘ সময়

করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত লাতিন আমেরিকার বিমান পরিবহন সংস্থাগুলোকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে অনেক। সেই সাথে এ সময়ে প্রয়োজন হবে সরকারি সহযোগিতার। দি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) মতে, অঞ্চলটির এয়ারলাইনগুলোর অভ্যন্তরীণ এবং আঞ্চলিক ফ্লাইট করোনার পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে সময় লেগে যাবে অন্তত তিন বছর। অপরদিকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপে পূর্বের মাত্রায় দীর্ঘ ফ্লাইট পরিচালনার জন্য অপেক্ষা করতে হবে ২০২৪ সাল পর্যন্ত।

আইএটিএর ভাইস প্রেসিডেন্ট পিটার সের্ডা জানান, বর্তমান পরিস্থিতিতে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রয়োজন। অল্প সময়ে এ অবস্থা থেকে মুক্তি পাওয়া  সম্ভব নয়। সেই সাথে অবস্থার পরিবর্তনে অনেক কাজ করতে হবে।

লাতিন আমেরিকার দেশগুলোয় বর্তমান লকডাউনের কারণে ফ্লাইট কার্যক্রমের অবিশ্বাস্য পতন হয়েছে। দিনে প্রায় দুই লাখ ফ্লাইটের মধ্যে বর্তমানে স্থগিত আছে ৯৩ শতাংশ। এ কারণে বিমান পরিবহন সংস্থাগুলোর আয়ে ক্ষতি হচ্ছে ১ হাজার ৮০০ কোটি ডলার। তার মতে, ক্ষতির পরিমাণ সামনে বাড়বে,কমবে না।

তবে এ সহযোগিতার মানে এই নয় যে বিমান পরিবহন সংস্থাগুলো সরাসরি আর্থিক সহায়তা চাইছে। তবে সহায়তা হিসেবে এয়ারলাইনগুলো সরকারের কাছ থেকে করমুক্তি এবং ঋণ নিশ্চয়তার আশা করছে।

এভিয়েশন শিল্পের মেক্সিকোর এক বিশ্লেষক ফার্নান্দো গোমেজ সুয়ারেজ জানান, বর্তমানে লাতিন আমেরিকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। লাটামের প্রত্যক্ষ ১০ হাজার চাকরির পাশাপাশি এয়ারলাইনটির ওপর নির্ভরশীল প্রায় দুই লাখ মানুষের জীবিকার সুরক্ষা নিশ্চিতে পথ খোঁজা হচ্ছে। কিন্তু আশঙ্কার কথা, ইতোমধ্যে লাটাম তার মোট ৪২ হাজার কর্মীর মধ্যে ১ হাজার ৮০০ জনকে ছাঁটাই করেছে।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন