ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চা বিক্রির পরও এসএসসিতে জিপিএ-৫ পেল সুজন!

সিরাজগঞ্জের, রায়গঞ্জ উপজেলার ৫ নং চান্দাইকোনা ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের রুদ্রপুর গ্রামের চা বিক্রেতা মুনিরুল ইসলামের ছেলে সুজন ইসলাম ২০২০ সালের এস এস সি পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে এক আনন্দের কৌতুহল বিরাজ করছে।

এ বিষয়ে এলাকাবাসী বলেন, সুজন রুদ্রুপর গ্রামে অবস্থিত দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র হলেও বেশি সময় তার বাবার সাথে দোকানে চা বিক্রি ও দোকানের কাজে সহযোগিতা করতেন। এ বিষয়ে জিপিএ ৫ প্রাপ্ত সুজনের বাবার নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা অতিসাধারণ মানুষ আমি স্কুলের সামনে মুদিদোকানের পাশাপাশি চা বিক্রি করি আর আমার কাজে আমার ছেলে আমাকে সহযোগিতা করতো।

সুজন সকাল ১০টায় স্কুলে যায় এবং বিকাল ৪ টায় বাসায় এসে বাবার চায়ের-দোকানের কাজে সহযোগিতা করতো। আজকে পরীক্ষার ফলাফল বের হয়েছে সে জিপিএ-৫ পেয়েছে এতে আমি খুব আনন্দিত। এ বিষয়ে জিপিএ-৫ পাওয়া সুজনের নিকট জানতে চাইলে সুজন বলেন, আমি খুব কস্ট করে পড়াশোনা করেছি। পড়শোনার পাশাপাশি বাবার চায়ের দোকানের কাজে সহযোগিতা করেছি। আমি আজ খুব আনন্দিত। আমি দেশ ও দেশের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই সকলে আমার জন্য দোয়া করবেন।

সুজন আরও বলেন, বাবা-মা আমার একমাত্র অনুপ্রেরণা। তাদের জন্যই আজ আমার এ সাফল্য।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন