ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পঙ্গপাল সদৃশ পোকার আক্রমন

সম্প্রতি জানা গেছে টাঙ্গাইলের ভূঞাপুরে মাইজবাড়ি গ্রামের একটি বাড়িতে সুপারি এবং নারকেল গাছের পাতায় পঙ্গপাল সাদৃশ্য পোকার আক্রমণ দেখা দিয়েছে। আর এতে এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে কৃষি বিভাগ জানিয়েছে পোকাটি পঙ্গপাল না হলেও ক্ষতিকর ক্যাটার ফিলার গোত্রীয়।

গেল কয়েকদিন যাবত টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার মাইজবাড়ি এলাকার জুব্বার আলীর বেশকিছু সুপারি এবং নারিকেল গাছের কচি পাতায় এক ধরনের পোকায় আক্রমণ করে। কয়েক শতাধিক পোকা গাছগুলোতে আক্রমণ করে। আস্তে আস্তে পোকাগুলি সমস্ত গাছের পাতা খেয়ে ফেললে আতঙ্কিত হয়ে পড়েন তারা।

অন্য গাছে যাতে নতুন করে এই পোকা আক্রমণ না করে সেজন্য তারা গাছের ডাল কেটে ফেলে। তারপরেও বেশকিছু পোকা অন্যান্য গাছে ছড়িয়ে পড়লে পঙ্গপালের আক্রমণ হয়েছে বলে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়।

এই ধরনের পোকা আগে কখনো দেখেনি এলাকাবাসী। দ্রুত গাছের পাতা খেয়ে ফেলায় তাদের মাঝে আতঙ্ক কাজ করছে।

ক্যাটার ফিলার বা খোলস জাতীয় ক্ষতিকর পোকা হওয়ায় দ্রুত দমন করার পরামর্শ দিয়েছেন টাঙ্গাইলের উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন