ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণপরিবহনের প্রস্তাবিত ভাড়া কমিয়ে আজ প্রজ্ঞাপন জারি

সম্প্রতি সরকার নির্ধারিত ভাড়া এবং স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক, শ্রমিক সংগঠনসহ সবার সাহায্য চেয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, গণপরিবহনে প্রস্তাবিত ভাড়া সমন্বয়ে আজ প্রজ্ঞাপন জারি করা হবে।

আজ রোববার সকালে সরকারি বাসভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স এ কথা এই কথা জানিয়েছেন তিনি। এই ব্যাপারে মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় করেই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে।

তবে করোনার সময় গণপরিবহনের ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রস্তাবিত ভাড়া কমিয়ে মন্ত্রণালয় একটি ভাড়া নির্ধারণ করেছে। দেশের জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া বাড়তি চাপ তৈরি করবে। সরকারকে যেমন যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনি পরিবহন খাতকেও সাহায্য করতে হবে।

তিনি আরও জানান, করোনাকালীন বাস-মিনিবাস সমূহকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধ করতে অর্ধেক আসন খালি থাকবে।

যানবাহনের যাত্রী এবং এর সাথে যুক্ত সকলকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানের অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন