ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মসজিদে নববী খুলছে রবিবার

মুসলমানদের অত্যন্ত পবিত্র স্থান মদিনার মসজিদে নববী। করোনা প্রতিরোধে প্রায় ২ মাস বন্ধ রেখেছিল সৌদি সরকার । অবশেষে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। আগামীকাল রোববার (৩১ মে) থেকে মসজিদটি খুলে দেওয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মক্কা ছাড়া সৌদি আরবের সব এলাকার মসজিদের দরজাই রোববার থেকে খোলা থাকবে। করোনা নিয়ন্ত্রণে জারি করা কারফিউ শিথিলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

কিন্তু মসজিদে জামায়াতের ক্ষেত্রে ধারণক্ষমতার ৪০ শতাংশ পর্যন্ত মুসল্লির সংখ্যা সীমিত করা হয়েছে। তাছাড়া, কড়া স্বাস্থ্য সতর্কতা মেনেই মসজিদে প্রবেশ করতে হবে সবাইকে।

করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে মসজিদে নববী থেকে সব ধরনের কার্পেট সরিয়ে নেওয়া হয়েছে। সে কারণে মুসল্লীরা মার্বেলের মেঝেতে নামাজ আদায় করবেন।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন