শরীয়তপুরে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে বসেই করোনাভাইরাস জয় করেছেন ৭ জন। শরীয়তপুরের ডামুড্যায় মোট ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এদের মধ্যে ৭ জন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা।
তিনি বলেন, তারা সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ হয়েছেন। উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ জন ও দারুল আমান ইউনিয়নের ২ জন রোগী সুস্থ হয়েছেন।
গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে রির্পোট পাওয়ার পরই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তাদের হোম আইশোলেসন থেকে মুক্ত ও বাড়ির ৭০ বাড়ি লকডাউন মুক্ত ঘোষণা করেন। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের পক্ষ থেকে করোনা জয়ী ব্যাক্তিদের ফুলেল শুভেচ্ছা ও মুক্তির সনদপত্র দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, গত ১০ মে উক্ত ব্যক্তিদের নমুনার রিপোর্টে পজিটিভ আসে। তারপর থেকেই তাদের এলাকার ৭০ টি বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছিল। তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। পাশাপাশি নিজ পরিবারের লোকজন সর্তকভাবে থাকায় কেউও আক্রান্ত হননি।
কারোনায় আক্রান্ত রোগীদের শরীরের দু’বার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাদের দু’বারই শরীরের নমুনা নেগেটিভ আসে। তাই স্বাস্থ্য বিভাগের বিধি মোতাবেক তাদেরকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করা হয়।এ পর্য্য করোনা জয় করেছেন ২০ জন এবং মারা যান ১ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস/ও এফ