ঢাকা | বৃহস্পতিবার
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিম সুন্দরবনে আম্পানে ক্ষতিগ্রস্ত প্রায় ১২ হাজার গাছ

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে গাছ-গাছালি ও বনবিভাগের ব্যবহৃত পুকুর, রাস্তা ও জলযানসহ ক্ষতি হয়েছে অন্যান্য জিনিসপত্রের। এতে প্রায় ১১ হাজার ৭৪৯ টি বিভিন্ন প্রজাতির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ হাসান জানান, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফানের আঘাতে পশ্চিম সুন্দরবনে ২ লাখ ৫৭ হাজার ৯৬৫ টাকা মূল্যের ১১ হাজার ৭৪৯ টি বিভিন্ন প্রজাতির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে গেওয়া ১ হাজার ২৭, বাইন ১০৫, কেওড়া ৩৮ এবং গরান ১০ হাজার ৫৭৯টি।

এছাড়া বনবিভাগের ১৫ টি অফিস, ২ হাজার ৪৫০ ফুট রাস্তা, ২ টি জেটি, একটি পল্টন গ্যাংওয়ে, ৫ টি জলযান এবং ২টি জেনারেটর মিলিয়ে প্রায় ২৭ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন