ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দোকান-পাট-শপিংমল খোলা থাকবে ৪টা পর্যন্ত

সাধারণ ছুটি না বাড়িয়ে বিভিন্ন নির্দেশনা দিয়ে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। স্বাস্থ্যবিধি মেলে দোকান-পাট, শপিংমল চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিকেল ৪টার মধ্যেই বন্ধ করতে হবে সকল দোকান, শপিংমল। বৃহস্পতিবার (২৮ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ৩১ মে থেকে সীমিতভাবে খুলছে সরকারি-বেসরকারি অফিস। পাশাপাশি সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন) চালু করা হবে ওইদিন থেকে।

প্রজ্ঞাপনে বলা হয়, হাটবাজার, দোকান-পাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকান-পাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন