ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুইমাস বন্ধ থাকার পর চালু হয়েছে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আজ বৃহস্পতিবার ভারতের নাসিক থেকে পেঁয়াজের প্রথম চালান নিয়ে দিনাজপুরের হিলি রেলস্টেশনে আসে ভারতীয় মালবাহী ট্রেন। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

হিলি স্থলবন্দরের আমদানিকারক শহীদুল ইসলাম শহীদ বলেন, করোনা পরিস্থিতির কারণে দেশে পেঁয়াজের সংকট দেখা দেয়। ফলে দাম বাড়তে থাকে। এ অবস্থায় গত ২২ মে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য এলসি করা হয়। এরপর নাসিক থেকে মালবাহী ট্রেনটি ৪২টি বগিতে ১ হাজার ৭০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে বাংলাদেশে রওনা দেয়।

তিনি আরও বলেন, সব খরচসহ ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়েছে ২১-২২ টাকা। আর প্রকারভেদে ২৩-২৭ টাকায় ব্যবসায়ীদের কাছে পাইকরি বিক্রি করা হচ্ছে। কিছুদিনের মধ্যে দ্বিতীয় চালানটি আসবে বলে জানান তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন