ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে করোনা রোগীকে পুলিশের উপহার

করোনা আক্রান্ত রোগীর বাসায় উপহার স্বরুপ বাজার করে পাঠালেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী। করোনা আক্রান্ত ঐ স্বাস্থ্যকর্মী আইসোলেশনে থাকায় বুধবার (২৭ মে) তার বাসায় বাজার করে পাঠান তিনি।

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় গত ২৪ মে প্রথমবারের মত ২ জন করোনা রোগী শনাক্ত হয়। করোনা শনাক্ত ঐ স্বাস্থ্যকর্মী কাপ্তাই নতুন বাজার এলাকার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়ার সাথে সাথে কাপ্তাই উপজেলা প্রশাসন উক্ত রোগীর বাসা লগডাউন ঘোষনা করে। এছাড়া করোনা আক্রান্ত আরেকজন কাপ্তাই নৌ বাহিনীর কর্মকর্তা। তিনি নৌ ঘাঁটির তত্ত্বাবধানে ঘাঁটিতেই হোম আইসোলেশনে আছেন।

করোনাভাইরাসের এই চরম পরিস্থিতিতে আক্রান্ত রোগীকে উপহার হিসেবে বাজার করে পাঠিয়ে মানবিকতার পরিচয় দিলেন আই সি আতাউল হক চৌধুরী। তার এমন উদ্যোগের প্রশংসা করেছেন উপজেলার বাসিন্দারা।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরী জানান, পুলিশ সবসময় মানুষের কল্যানে কাজ করে, তাই আমি করোনা আক্রান্ত ঐ স্বাস্থ্যকর্মীর বাসায় কিছু উপহার পৌঁছে দিয়েছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন