ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে ৪০ টাকা কমলো পোল্ট্রির দাম

মাত্র একদিনের ব্যবধানে পোল্ট্রি মুরগির দাম কমেছে কেজিতে ৪০ টাকা পর্যন্ত। ঈদকে কেন্দ্র করে ২০০ টাকা কেজিতে উঠে যাওয়া মুরগি আজ মঙ্গলবার (২৬ মে) ঢাকার বিভিন্ন জায়গায় ১৬০ টাকা করে বিক্রি হচ্ছে।

এর আগে দেশে করোনার আঘাত পড়ার  পোল্ট্রি মুরগির দাম অস্বাভাবিক কমে ১১০ টাকায় নেমেছিল। তবে রোজার শুরু থেকেই আবার বাড়তে শুরু করে পোল্ট্রি মুরগির দাম। কয়েক দফায় দাম বেড়ে ঈদের আগের দিন কোনো কোনো বাজারে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয় মুরগি।

মঙ্গলবার ঢাকার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজিতে। এদিকে পোল্ট্রি মুরগির দাম কমলেও লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। লাল লেয়ার মুরগির কেজি আগের মতো ২১০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি কক বিক্রি হচ্ছে ২৩০-২৪০ টাকা।

খিলগাঁওয়ে ভ্যানে পোল্ট্রি মুরগি বিক্রি করা মিঠু বলেন, আমার মুরগি সব ঈদের আগে কেনা। কাল ঈদ গেছে, তাই আজ পোল্ট্রির চাহিদা নেই। পোল্ট্রি মুরগি বেশি দিন রাখাও যায় না। এ কারণে লোকসান থেকে বাঁচতে কেনা দামে বিক্রি করছি।

খিলগাঁওয়ের আরেক পোল্ট্রি বিক্রেতা আজিজুর বলেন, আজ পোল্ট্রির কেজি ১৬০ টাকা। আমাদের ধারণা আগামী কয়েকদিন পোল্ট্রি খুব একটা বিক্রি হবে না। তাই আসল উঠিয়ে নেয়ার জন্য কেনা দামে বিক্রি করছি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন