বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন করা হয়েছে পবিত্র ঈদুল ফিতর। মহামারির কারণে এ বছর মসজিদুল হারামে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। ঘরে ও কোম্পানির ক্যাম্পেই ঈদ উদযাপন করেন সৌদি প্রবাসীরা।
এমন বিবর্ণ ঈদ আগে কখনো দেখেনি বিশ্ববাসী। প্রতি বছর লাখো মুসল্লির উপস্থিতিতে মক্কা ও মদিনায় ঈদুল ফিতরের জামাত হলেও, করোনার কারণে এবারের চিত্র ছিলো একেবারে ভিন্ন। সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত ঈদের নামাজে অংশ নেন মাত্র হাতে গোনো কয়েকজন মুসল্লি।
করোনার প্রভাবে উৎসব পরিণত হয়েছে এখন বিষাদে। দেশে আসতে না পারা ও স্বজনদের সাথে দেখা-সাক্ষাৎ না হওয়ার আক্ষেপ সৌদি প্রবাসী বাংলাদেশিদের।
এদিকে, বৈশ্বিক মহামারি থেকে পৃথিবী দ্রুতই মুক্ত হবে এমনটাই আশা প্রবাসীদের।
উল্লেখ্য, করোনা সতর্কতার কারণে এবার সাদামাটা ঈদ উদযাপন হলেও, করোনা জয়ের মধ্য দিয়ে আগামী বছর আবারো উৎসবের আমেজ নিয়ে ফিরবে ঈদুল ফিতর। এমনটাই আশা এখন সবার।
আনন্দবাজার/শাহী