ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে রূপচর্চায় পুরুষদের প্রসাধন সামগ্রী

ঈদে আগে শুধুমাত্র মেয়েরাই রূপচর্চায় অর্থ খরচ করত। কিন্তু বর্তমান সময়ে মেয়েদের সাথে পাল্লা দিয়ে ছেলেরাও ঈদের সময় ঝুঁকছে রূপচর্চার দিকে। ১০ বছর আগেও যেখানে পুরুষরা ফেসওয়াশ বা ক্রিম পর্যন্ত কিনতেন না, কিন্তু এখন প্রসাধনীর জন্যই খরচ করছে অনেক টাকা। শেভিং কিট থেকে ফেসওয়াশ, ডিও, শ্যাম্পু, কন্ডিশনার, এমনকি বাদ পড়ছেনা বিউটি ক্রিমও! সবই থাকছে তাদের শপিং লিস্টে।

শুধুমাত্র ‌ডেটিং কিংবা বিয়ের সময় নিজেকে সুন্দর-সুদর্শন দেখাতেই নয়, সব সময়ই নিজেকে স্মার্টভাবে গুডলুকিং করে উপস্থাপনের জন্যও নিয়মিত সময় দিচ্ছেন রূপচর্চায়। এমনকি ঈদের মধ্যেও নিজেদেরকে সুদর্শন দেখাতে ঈদের আগের দিন ছুটে যান ছেলেদের পার্লারে।

কথায় আছে ‘পহেলা দর্শনধারী ফের গুণবিচারি’ সেই কথাকেই মাথায় রেখে অনেক সচেতন আজকের পুরুষ সমাজ। শুধু মেয়েদের মন জয় করতে নয়, বরং কাজের ক্ষেত্রেও উন্নয়ন করতে পুরুষরা এখন নিজেদের দিকে খেয়াল রাখতে শুরু করেছেন।

পুরুষের প্রসাধন সামগ্রীও কিন্তু নারীদের তালিকা থেকে কোন অংশেই কম নয়। পুরুষের ত্বক অনুযায়ী ক্রিম, লোশন, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ফেসওয়াশ, স্ক্রাবার, পারফিউম, হেয়ার জেল এবং শেভিং জেল রয়েছে নিয়মিত কেনার লিস্টে।

তাই পুরুষদের জন্য পারফেক্ট কোন বিউটি প্রোডাক্ট তা নিজেদের স্কিনটোন অনুযায়ী মিলিয়ে কেনা তাদেরই দায়িত্বও। তবে প্রসাধনী কেনার সময় অবশ্যই ভালোমানের পণ্য কিনতে হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন