ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আগামী সোমবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ সম্প্রতি প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা মহামারির শুরুর পর এর আগে গেল ১৩ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তার আগে ২৫ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈদ সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও চলতি বছর করোনা পরিস্থিতিরে কারণে এবারের ঈদ সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে পালন করবে দেশবাসী। এ বছর ঈদের কেনাকাটায় যেমন বিধিনিষেষ ছিল তেমনি ঈদের নামাজেও থাকছে অনেক বিধিনিষেষধ।

এই বিধিনিষেধ শুধু বাংলাদেশে নয়, সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত হলেও তাতে অংশগ্রহন করতে পারবেন না সাধারণ জনগণ।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন